ছাতকের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০
জাউয়ার বার্তাঃ ছাতকে পাগলা কুকুরের কামড়ে ২০ ব্যাক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। গত দু’দিনে উপজেলার সিংচাপইড়, জাউয়া, চরমহল্লা ও দক্ষিন খুরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা কুকুর শিশু, মহিলাসহ লোকজনকে কামড়িয়ে আহত করেছে। এসব এলাকায় বর্তমানে কুকুর আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয় লোকজন লাঠি-সোডা নিয়ে কুকুর ধাওয়া করলে পাগলা কুকুর এক এলাকা ত্যাগ করে অন্য এলাকায় গিয়ে রাস্তাঘাটে থাকা লোকজনকে কামড়িয়ে আহত করে যাচ্ছে। বুধবার কুকুরের কামড়ে আহত উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক গ্রামের নাজমা বেগম (৩৫), রাউলি গ্রামের ইমামুল হক (০৮), রূপমালা বেগম (৬০), সেলিনা বেগম (১৮), ছাইমা বেগম (০২), দক্ষিন খুরমা ইউনিয়নের পরশপুর গ্রামের পান্না বেগম (০৩) ও ইসলাম উদ্দিন (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে পরশপুর গ্রামের লোকজন একটি পাগলা কুকুরকে আটক করে বেঁধে রেখেছেন বলে জানা গেছে। এদিকে ভূক্তভোগিরা জানিয়েছেন কুকুরের কামড়ের কোন ভ্যাকসিন কোথাও পাওয়া যাচ্ছেনা। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী জানান, কিছুদিন আগে জলাতংক রোগ নিরোধে উপজেলার রাস্তাঘাট ও হাটবাজারে কুকুর আটকিয়ে ভ্যাকসিন পুশ করা হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ লাইক দিয়ে সাথে থাকুন।